Site icon Amra Moulvibazari

কাবুলের মসজিদে শক্তিশালী বিস্ফোরণ, নিহত অন্তত ৫০

কাবুলের মসজিদে শক্তিশালী বিস্ফোরণ, নিহত অন্তত ৫০


কাবুলের খালিফা সাহিব মসজিদে শক্তিশালী বিস্ফোরণে নিহত ৫০।

আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে আসরের নামাজের জামাত চলাকালীন শক্তিশালী এক বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই মসজিদে নামাজ পড়তে আসা আরও অর্ধশত মুসল্লি। খবর আলআরাবিয়ার।

শুক্রবার (২৯ এপ্রিল) আসরের নামাজ চলাকালীন কাবুলের পশ্চিমাঞ্চলের খালিফা সাহিব মসজিদে এই হামলা হয়। এ ঘটনায় আহত হয়েছে আরও অর্ধশত মানুষ।

কর্তৃপক্ষের ধারণা, আত্মঘাতী হামলাকারী নামাজ আদায় করতে আসা মুসল্লির বেশে এ হামলা চালায়। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে শাস্তি দেয়া হবে।

আনুষ্ঠানিকভাবে এ হামলার দায় এখনও ব্যক্তি বা গোষ্ঠী স্বীকার না করলেও কর্তৃপক্ষের অভিযোগের তীর জঙ্গিগোষ্ঠী আইএসের দিকে বলে জানা গেছে।

/এসএইচ



Exit mobile version