আফগানিস্তানের রাজধানী কাবুলের একটি মসজিদে আসরের নামাজের জামাত চলাকালীন শক্তিশালী এক বিস্ফোরণে অন্তত ৫০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ওই মসজিদে নামাজ পড়তে আসা আরও অর্ধশত মুসল্লি। খবর আলআরাবিয়ার।
শুক্রবার (২৯ এপ্রিল) আসরের নামাজ চলাকালীন কাবুলের পশ্চিমাঞ্চলের খালিফা সাহিব মসজিদে এই হামলা হয়। এ ঘটনায় আহত হয়েছে আরও অর্ধশত মানুষ।
কর্তৃপক্ষের ধারণা, আত্মঘাতী হামলাকারী নামাজ আদায় করতে আসা মুসল্লির বেশে এ হামলা চালায়। তালেবান মুখপাত্র জাবিহুল্লাহ মুজাহিদ এ হামলার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, এ ঘটনার সাথে জড়িতদের খুঁজে বের করে শাস্তি দেয়া হবে।
আনুষ্ঠানিকভাবে এ হামলার দায় এখনও ব্যক্তি বা গোষ্ঠী স্বীকার না করলেও কর্তৃপক্ষের অভিযোগের তীর জঙ্গিগোষ্ঠী আইএসের দিকে বলে জানা গেছে।
/এসএইচ