Site icon Amra Moulvibazari

ইডেনের সাবেক অধ্যক্ষ মাহফুজা হত্যা মামলায় দুই গৃহকর্মীর ফাসির আদেশ

ইডেনের সাবেক অধ্যক্ষ মাহফুজা হত্যা মামলায় দুই গৃহকর্মীর ফাসির আদেশ

ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী হত্যা মামলায় দুই গৃহকর্মীকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত । রােববার ঢাকা দ্রুত বিচার ট্রাইবুনাল -১ এর বিচারক এই রায় ঘােষণা করেন । এমন ঘটনা প্রতিরােধে- বাড়িতে গৃহকর্মী রাখার ক্ষেত্রে আরও সাবধানতা অবলম্বন করতে বলেছেন আদালত ।

২০১৯ সালের ১০ ফেব্রুয়ারী এলিফেন্ট রােডের নিজ ফ্লাটে খুন হন ইডেন কলেজের সাবেক অধ্যক্ষ মাহফুজা চৌধুরী । ভূয়া ঠিকানা দিয়ে বাসায় কাজ নিয়ে তাকে খুন করে দুই গৃহকর্মী স্বপ্না ও রেশমা ।

পালিয়ে যায় ২০ ভরি স্বর্ণ ও ৫০ হাজার টাকা নিয়ে । সে ঘটনায় রাজধানীর নিউমার্কেট থানায় করা মামলার রায় ঘােষণা হলাে রােববার ।

রায়ে সন্তোষ প্রকাশ করেছেন নিহতের স্বজনরা । পর্যবেক্ষণে আদালত বলছেন , গৃহকর্মীদের দ্বারা অপরাধকর্মকাণ্ড বেড়েই চলছে । এসব এড়াতে নানা পদক্ষেপ নিতেও বলেছেন ।

রায়ের বিরুদ্ধে আপিল করবে বলে জানিয়েছে আসামিপক্ষ ।

Exit mobile version