টাঙ্গাইলে বাসে ডাকাতি ও ধর্ষণ, নতুন কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ

0
1


টাঙ্গাইলে বাসে ডাকাতি ও ধর্ষণ মামলায় মূলহোতা গ্রেফতারকৃত রাজা মিয়া।

টাঙ্গাইলে বাসে ডাকাতি ও ধর্ষণ মামলায় নতুন কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। জড়িতদের ধরতে অভিযান চলছে বলে জানিয়েছেন কর্মকর্তারা। নির্যাতনের শিকার নারী এখনও হাসপাতালে ভর্তি আছেন।

গত মঙ্গলবার (২ আগস্ট) রাতে ২৪ জন যাত্রী নিয়ে কুষ্টিয়া থেকে ঢাকার উদ্দেশে রওনা হয় ঈগল পরিবহনের ওই বাসটি। সিরাজগঞ্জ থেকে যাত্রী বেশে বাসটিতে ১২/১৩ জন ডাকাত ওঠে। বঙ্গবন্ধু সেতু পার হওয়ার পর বাসের নিয়ন্ত্রণ নেয় ডাকাতদল। লুটে নেয় যাত্রীদের টাকা-পয়সা ও মূল্যবান সামগ্রী। এ সময় এক নারীকে সংঘবদ্ধভাবে ধর্ষণ করে ডাকাতরা বলে অভিযোগ আছে। পরে টাঙ্গাইলের মধুপুরে রাস্তার পাশে বাসটি ফেলে রেখে পালিয়ে যায় ডাকাতদল।

এ ঘটনায় বৃহস্পতিবার (৪ আগস্ট) গ্রেফতার করা হয় রাজা মিয়া নামে একজনকে। যাকে এ ঘটনার মূলহোতা বলা হচ্ছে। রাজা মিয়াকে ৫ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ।

/এসএইচ