বঙ্গবাজার ব্যবসায়ীদের অনুদান দিলো এমসিসিআই

0
1


রাজধানীর বঙ্গবাজারে ক্ষতিগ্রস্ত ১৪২ জন ব্যবসায়ীকে ১ লাখ টাকা করে মোট ১ কোটি ৪২ লাখ টাকা অনুদান দিয়েছে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এমসিসিআই)।

বুধবার (১৯ এপ্রিল) এমসিসিআই এর কার্যালয়ে বঙ্গবাজারে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের কাছে চেক হস্তান্তর করে। এ সময় সংগঠনটির সভাপতি সাইফুল ইসলাম বলেন, সময় এসেছে, ব্যবসায়ীদের পরিবর্তন হওয়ার। ঘন ঘন অগ্নিকাণ্ড হলে ক্রেতারা মার্কেট থেকে মুখ ফিরিয়ে নেবেন। এতে ব্যবসা হারাতে হবে।

দোকান মালিক সমিতির সভাপতি হেলাল উদ্দিন বলেন, ফায়ার সার্ভিস মার্কেটকে ঝুঁকিপূর্ণ করে। কিন্তু মার্কেট সংস্কারের উদ্যোগ নিয়ে কেউ কথা বলতে চায় না। বঙ্গবাজারের ব্যবসায়ীদের নিজ মার্কেটেই পুর্নবাসনের দাবি জানান তিনি।

/এমএন