আফগানিস্তানে শিখ উপাসনালয়ে বোমা হামলায় নিহত ২, আহত ৭

0
1


ছবি: সংগৃহীত

আফগানিস্তানের কাবুলে শিখ উপাসনালয়ে হামলায় প্রাণ গেছে কমপক্ষে দু’জনের। এছাড়া হামলায় আহত আরও হয়েছেন ৭ জন। খবর ভারতীয় গণমাধ্যম এনডিটিভির।

শনিবার (১৮ জুন) আফগানিস্তানের পুলিশ জেলার একটি শিখ-হিন্দু মন্দিরের (গুরুদ্বার) ব্যস্ত সড়কে এ বোমা হামলার ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোরে উপাসনালয়ের চত্বরে প্রবেশ করে গোলাগুলি শুরু করে কয়েকজন। নিরাপত্তা রক্ষীকে গুলিতে হত্যার পর ভেতরে প্রবেশ করে হামলাকারীরা। কাছাকাছি ছিল তালেবানের একটি চেক পয়েন্ট। সেখানে আগে থেকে রাখা একটি শক্তিশালী গাড়িবোমা বিস্ফোরিত হয়। কালো ধোঁয়ায় ছেয়ে যায় পুরো এলাকা।

এদিকে আফগানিস্তানে সাম্প্রতিক হামলার নিন্দা করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। হামলার ঘটনায় এখনও দায় স্বীকার করেনি কোনো গোষ্ঠী। মুসলিম প্রধান আফগানিস্তানে শিখ পরিবারের সংখ্যা মাত্র দেড়শ’য়ের মতো। তালেবান ক্ষমতায় আসার পর দেশ ছেড়ে গেছে অনেক মানুষ। অন্যান্য সংখ্যালঘুদের মতোই শিখ গোষ্ঠীর সদস্যরাও হামলার শিকার হয় প্রায়ই।

এর আগে ২০২০ সালে কাবুলের এক শিখ উপাসনালয়ে আইএসের হামলায় ২৫ জন নিহত হন।

এটিএম/