বুকফাটা আহাজারি রাসেলের মায়ের। বুকের মানিক সন্তানকে হারিয়ে পাগলপ্রায় জন্মদাতা মা। অভিযোগ সামান্য গুরোদুধ চুরি। ঠুনকো এই অযুহাতে দোকান কর্মচারী রাসেলকে পিঠিয়ে মেরেছে দোকান মালিক আরমান। এমন মর্মান্তিক ঘটনা ঘটেছে চট্টগ্রামের রিয়াজউদ্দীন বাজারে।
রাসেলকে মেরে রিয়াজউদ্দীন বাজারের এসএস টাওয়ারের গুদামে রেখে পালিয়ে যায় দোকানের মালিক। পরে মৃত অবস্থায় তার লাশ উদ্ধার করে পুলিশ। গুরো দুধ চুরির অপরাধে রাসেলকে রুমে মধ্যে আটকে রেখে নির্যাতন করে মাথায় বেলচা ও রড দিয়ে আঘাত করে আরমান। মাথায় আঘাতের কারণে মারা যায় রাসেল।
এদিকে এই ঘটনায় দোকান মালিক আরমান সহ দু-জনকে আটক করেছে পুলিশ। রাসেলের বাবা বাদী হয়ে একটি হত্যা মামলা করেছেন বলে জানায় পুলিশ।
রাসেলের গ্রামের বাড়ি নেত্রকোনায়। মা-বাবার সাথে চট্টগ্রাম নগরীর আইস ফ্যাক্টরি রোডে থাকতো সে।