ফিফা দ্য বেস্ট অ্যাওয়ার্ডে ভোট দেননি রোনালদো

0
2


ছবি: সংগৃহীত

২০২২ সালের ফিফা বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন আর্জেন্টাইন জাদুকর লিওনেল মেসি। ফিফার সদস্য দেশগুলোর জাতীয় দলের কোচ, অধিনায়ক ও নির্বাচিত গণমাধ্যমকর্মীদের পাশাপাশি ফুটবলপ্রেমীদের ভোটে এ পুরস্কার অর্জন করেন এ মহাতারকা। তবে ভোট দেননি পর্তুগালের সুপারস্টার ক্রিস্টিয়ানো রোনালদো।

কাগজ কলমে পর্তুগিজদের অধিনায়ক এখনও রোনালদোই। তার জায়গায় পর্তুগাল দল থেকে ভোট দিয়েছেন পেপে। বিশ্বকাপের পর পর্তুগাল কোনো ম্যাচ খেলেনি, রোনালদোও নেতৃত্ব ছেড়ে দেয়ার কোনো ঘোষণা দেননি। সব মিলিয়ে পর্তুগালের অধিনায়ক এখনও রোনালদোই আছেন।

তার পরিবর্তে ভোট দিয়েছেন দেশটির ৪০ বছর বয়সী ডিফেন্ডার পেপে। সাবেক রিয়াল মাদ্রিদের এই তারকার প্রথম ভোটটি পেয়েছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে। দ্বিতীয় ও তৃতীয় ভোট তিনি দেন সাবেক রিয়াল সতীর্থ লুকা মদ্রিচ ও করিম বেনজেমাকে।

এদিকে বিশ্বকাপ ব্যর্থতার পর পর্তুগালের কোচের পদ থেকে পদত্যাগ করায় ভোট দিতে পারেননি ফার্নান্দো সান্তোস। তার পরিবর্তে ভোট দিয়েছেন দেশটির নতুন কোচ রবার্তো মার্তিনেজ। অবশ্য তার প্রথম ভোটটি পড়েছে মেসির বাক্সে। অপর দুটি দিয়েছেন কেভিন ডি ব্রুইনা ও এমবাপ্পেকে।

/আরআইএম