পাকিস্তানের প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বিদেশ সফরেই সৌদি আরব গেছেন শাহবাজ খান। বিশাল বহর নিয়ে বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সৌদি আরব পৌঁছেন শাহবাজ। তবে দেশটিতে গিয়ে বিড়ম্বনায় পড়েছেন তিনি।
মসজিদে নববীতে নামাজ পড়তে গিয়ে ওমরাহ পালন করতে আসা একদল পাকিস্তানির তোপের মুখে পড়েন শাহবাজ। এ সময় তাকে চোর চোর বলে স্লোগান দেন ক্ষুদ্ধ পাকিস্তানিরা। যেই ঘটনা এরইমধ্যে ভাইরাল হয়েছে।
অবশ্য ওই বিক্ষোভকারীদের পরে গ্রেফতার করেছে সৌদি কর্তৃপক্ষ। বিষয়টি শুক্রবার নিশ্চিত করেছেন ইসলামাবাদে নিযুক্ত সৌদি দূতাবাসের মিডিয়া পরিচালক। বিক্ষোভকারীদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে, তারা পবিত্র মসজিদের পবিত্রতাকে ‘অসম্মান’ করেছেন ও ‘নিয়ম লঙ্ঘন’ করেছেন।
আরেকটি ভিডিওতে দেখা যায়, মন্ত্রী মরিয়ম আওরঙ্গজেব এবং শাহজাইন বুগতিকে গালিগালাজ করেছেন বিক্ষোভকারীরা। পেছন থেকে বুগতির চুল ধরেও টান দেন একজন। পরে এক ভিডিও বার্তায় মরিয়ম বলেন, এই ঘটনা একটি ‘বিশেষ গোষ্ঠী’ ঘটিয়েছে।
আরও পড়ুন: ইউক্রেনে ব্রিটিশ নাগরিককে আটক করে ভিডিও প্রকাশ করলো রাশিয়া
উল্লেখ্য, পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম রাষ্ট্রীয় সফরে সৌদি আরবে গেছেন শাহবাজ শরিফ। মদিনার আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানিয়েছেন সৌদি রাজপুত্র ফয়সাল বিন সালমান বিন আবদুল আজিজ। পাকিস্তানের প্রধানমন্ত্রীর সাথে এই সফরে রয়েছেন পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টোসহ মন্ত্রিসভার ৯ সদস্য। তাছাড়া রয়েছেন একদল কূটনীতিক-কর্মকর্তা। সূত্র: জিও টিভি।
“Chor! Chor!”: Prime Minister Shehbaz Sharif and his delegation were bombarded by chants of “thieves” and “beggars” hurled at them by some “frustrated” Pakistanis as they arrived in Madina.
For more, visit: https://t.co/EzdbYGuTya #etribune #news #shehbazsharif #madina pic.twitter.com/TvYQS6MGtZ
— The Express Tribune (@etribune) April 28, 2022
জেডআই/