নির্বাচনের আগে পরিকল্পিতভাবে সরকার বিএনপিকে নেতৃত্ব শূন্য করার চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম।
বুধবার (১৯ এপ্রিল) দুপুরে রাজধানীর গুলশানে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। বলেন, বিএনপির জনপ্রিয় নেতাদের মিথ্যা মামলায় সাজা দেয়ার প্রক্রিয়া শুরু করেছে সরকার। একে একে সব প্রতিষ্ঠান ধ্বংস করে দিয়েছে সরকার।
আওয়ামী লীগ অগ্নিসন্ত্রাসের হোতা উল্লেখ করে বিএনপি মহাসচিব বলেন, সরকারের ব্যর্থতার কারণে বিভিন্ন স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। দোষারোপ পরিহার করে নিরপেক্ষ তদন্তের দাবি করেন তিনি।
সাম্প্রতিক সময়ে কূটনৈতিকদের সাথে সাক্ষাতের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিদেশিদের আমন্ত্রণেই তাদের সাথে দেখা করা হয়েছিল।
/এমএন