চাঁদপুরের মতলবে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

0
2


স্টাফ করেসপনডেন্ট, চাঁদপুর:

চাঁদপুরের মতলবে আনুমানিক (৩০) বছর বয়সী অজ্ঞাত এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) সকালে উপজেলার ৩ নম্বর খাদেরগাঁও ইউনিয়নের পশ্চিম নাগদা পল্লী বিদ্যুৎ সাবসেন্টার সংলগ্ন এলাকা থেকে মৃতদেহটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, মঙ্গলবার সকালে যুবকের মরদেহটি দেখতে পায় তারা। এসময় তার পরনে লুঙ্গি ও গেঞ্জি ছিল। শরীরে কাঠের গুড়া লেগে ছিল। শরীরের নিচের অংশ খড় দিয়ে ডেকে রাখা ছিল। স্থানীয় ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন জানান, ধারণা করা হচ্ছে এটি একটি হত্যাকাণ্ড।

এবিষয়ে মতলব দক্ষিণ থানার ওসি (তদন্ত) সালেহ আহমেদ জানান, ঘটনাস্থল থেকে মৃতদেহের সুরতহাল রিপোর্ট তৈরি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। নিহতে পরিচয় এখনো শনাক্ত করা যায়নি। ঘটনাস্থলে পিবিআইসহ পুলিশের বিভিন্ন ইউনিট কাজ করছে।

এএআর/