নারায়ণগঞ্জে এসি বিস্ফোরণের ঘটনায় মসজিদ কমিটির ওপর দোষ চাপালো তিতাস

0
7

স্থাপনা নির্মাণ ত্রুটি এবং গ্যাস লিকেজের খবর না জানানোয় নারায়ণগঞ্জের তল্লার মসজিদ কমিটিকে দায়ী করেছে তিতাস। জ্বালানি বিভাগে এমন তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে তিতাসের তদন্ত কমিটি।

আর নারায়ণগঞ্জ জেলা প্রশাসনের তদন্ত প্রতিবেদনে গ্যাস লিকেজ, মসজিদ কমিটির অবহেলা এবং রাজউককে দায়ী করা হয়েছে।

তল্লার মসজিদ সংলগ্ন মাটির নিচে আবাসিক পাইপ লাইনের ছিদ্র দিয়ে ২০ বছর ধরে বেরোচ্ছে গ্যাস। রাস্তায় কংক্রিটের ঢালাই থাকায় গ্যাস যেতে পারেনি সেদিকে। তিতাসের তদন্ত দল মনে করে নির্মাণ ত্রুটির কারণে সেই গ্যাস ঢুকে মসজিদে। এসির ভিতরে এই গ্যাস জমে থাকায় বিদ্যুতের সুইচ পরিবর্তনের সময় ঘটে বিস্ফোরণ।

নিজেদের তদন্ত প্রতিবেদনে এভাবেই তল্লার মসজিদের বিস্ফোরণের ব্যাখ্যা দিয়েছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ। বৃহুস্পতিবার জ্বালানি বিভাগে এই প্রতিবেদন জমা দেয়া হয়।

তবে ২০ বছর ধরে ছিদ্র দিয়ে গ্যাস বের হওয়া কিংবা বিস্ফোরণের কয়েকদিন আগে থেকে গ্যাসের গন্ধ পাওয়া গেলেও এ নিয়ে কেউ তিতাসকে অবহিত করেনি বলে দাবি তদন্ত কমিটির। কেউ না জানালেও লিকেজের বিষয়ে তিতাস এতদিন কী করেহে সেই প্রশ্নে তদন্ত দলের প্রধান জানান দায়ীদের খুঁজার দায়িত্ব তাদের নয়।

এদিকে জ্বালানি প্রতিমন্ত্রী বলছেন দায়ীদের খুঁজতে এই প্রতিবেদন পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। তদন্ত প্রতিবেদন যাচাই বাচাই করে মন্ত্রণালয় ব্যবস্থা নেবে। তিনি আরো বলেন, মসজিদে বিস্ফোরণের ঘটনায় কেউই দায় এড়াতে পারবে না।