স্টাফ করেসপন্ডেন্ট, নেত্রকোণা:
নেত্রকোণা সদরের চল্লিশা ইউনিয়নের ঝাউসী এলাকায় মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে সিএনজি-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক বিজিবি সদস্যসহ দুইজন নিহত হয়েছেন।
পুলিশ জানায়, নেত্রকোণা থেকে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যান ও ময়মনসিংহ থেকে নেত্রকোণা আসার পথে একটি সিএনজির মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দু’জন সিএনজি যাত্রী মারা যান। এ সময় সিএনজির আরও দুই যাত্রী গুরুতর আহত হন।
নিহতরা হলেন- রংপুরে কর্মরত বিজিবির সদস্য সুমন চৌহান। তার বাড়ি নেত্রকোণার বারহাট্টার সদরের ডাকবাংলো এলাকায়। অপর নিহত ব্যক্তি সিএনজির চালক। তার পরিচয় জানা যায়নি।
দুর্ঘটনায় আহত ময়মনসিংহের আব্দুস ছামাদের ছেলে মোফাজ্জল হোসেন ও গৌরীপুর এলাকার আবুল কাসেমের ছেলে আল মামুনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খন্দকার শাকের আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
ইউএইচ/