ময়মনসিংহে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ব্রহ্মপুত্র নদের তীরে সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দিচ্ছেন প্রধানমন্ত্রী।
শনিবার (১১ মার্চ) দুপুরে ময়মনসিংহ পৌঁছে সার্কিট হাউজ মাঠ থেকে বিভাগ ও জেলার ৭৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ৩০টি উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসব আমেজ ময়মনসিংহজুড়ে। নেতাকর্মীদের ব্যানার-ফেস্টুন-বিলবোর্ডে ছেয়ে গেছে নগরীর প্রধান সড়ক ও অলিগলি।
জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা বলছেন, স্মরণকালের সবচেয়ে বড় জনসমাগম হবে এই জনসভায়। সার্কিট হাউস মাঠের জনসভায় ১২ লাখের বেশি জনসমাগম ঘটবে বলেও আশা নেতাদের। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ময়মনসিংহ থেকে আশপাশের জেলায় ৮টি রুটে স্পেশাল ট্রেন চলবে।
ইউএইচ/