মহাকাশে যেভাবে রোজা ও ঈদ পালন করবেন মুসলিম নভোচারী সুলতান আলনিয়াদি

0
2


ছবি: সংগৃহীত

মহাকাশে রমজান মাস ও ঈদ কাটাবেন আমিরাতের নভোচারী সুলতান আলনিয়াদি। খবর সিএনএন‘র।

প্রতিবেদনে বলা হয়, ২৬ ফেব্রুয়ারি আমিরাতের নিয়াদি, নাসার স্টিফেন বোয়েন, ওয়ারেন হোবার্গ, রাশিয়ার আন্দ্রে ফেডিয়ায়েভসহ ছয় সদস্যের একটি দল আন্তর্জাতিক মহাকাশ স্টেশনের (আইএসএস) উদ্দেশে স্পেসএক্স ফ্যালকন-৯ রকেটে যাত্রা শুরু করেন। সেখানে তারা ছয় মাস অবস্থান করবেন।

মহাকাশে অবস্থিত গবেষণাকেন্দ্রটি প্রতি ঘণ্টায় প্রায় ১৭ হাজার মাইল (২৭ হাজার ৬০০ কিলোমিটার) বেগে পৃথিবীকে প্রদক্ষিণ করছে। সেখানকার নভোচারীরা প্রতিদিন ১৬বার করে সূর্যোদয় ও সূর্যাস্ত দেখতে পান অর্থাৎ প্রতি ৯০ মিনিট পরপর সূর্যাস্ত-সূর্যোদয় দেখেন তারা।

বৃহস্পতিবার (২৩ মার্চ) থেকে রোজা পালন করছেন নভোচারী সুলতান আলনিয়াদির দেশ আমিরাতসহ বিভিন্ন দেশের মুসলিমরা। বাকি দেশগুলোতেও শুক্রবার থেকে রোজা শুরু হবে।

কিন্তু পবিত্র এ মাসে কীভাবে রোজা রাখবেন নভোচারী সুলতান আলনিয়াদি।

এ বিষয়ে আলনেয়াদি বলেন, নভোচারী হিসেবে তিনি একজন ‘ভ্রমণকারী’। এটি তাকে সারা পৃথিবীর মুসলিমদের সাথে একই সময়ে রমজান পালনের বাধ্যবাধকতা থেকে মুক্ত করেছে। তার ভাষ্যমতে, আমরা আসলে রোজা ভাঙতে পারি। (মহাকাশে) এটি বাধ্যতামূলক নয়।

/এনএএস