রাজবাড়ীতে বসতবাড়ি-গোডাউনে আগুন, ১০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই

0
3


প্রতীকী ছবি

রাজবাড়ী প্রতি‌নি‌ধি:

রাজবাড়ী সদর উপজেলার রামচন্দ্রপু‌রে একটি বসতবাড়ি ও পাশে থাকা বস্তার গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ৮-১০ লক্ষ টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৩টার দিকে এ অগ্নিকা‌ণ্ডের ঘটনা ঘটে।

ভুক্তভোগী প‌রিবার জানায়, গোডাউনে থাকা ব্যাটারিচালিত ভ্যান থে‌কে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। আগুন ধরার পর মুহূর্তের ম‌ধ্যে গোডাউন থে‌কে বসতঘ‌রে ছ‌ড়িয়ে পড়ে। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে এর আগেই বসতঘর ও গোডাউনে থাকা সবকিছু পুড়ে যায়।

অগ্নিকাণ্ডের সময় ভুক্তভোগী পরিবারের ৫ সদস্য প্রাণে বাঁচলেও ঘরের আসবাবপত্র ও গোডাউনে থাকা ১৫ হাজার পিস বস্তা, ভাঙ‌নি মালামাল এবং ২টি ব্যাটারিচালিত ভ্যান পুড়ে যায়।

এদিকে অগ্নিকা‌ণ্ডের খবরে স্থানীয় ইউপি চেয়ারম্যান দে‌লোয়ার শেখ দো‌লো ঘটনাস্থল প‌রিদর্শন করে ক্ষতিগ্রস্ত পরিবারকে নগদ ৫ হাজার টাকা ও এক বান্ডেল ঢেউটিন প্রদানের প্রতিশ্রুতি দেন। এছাড়া স্থানীয় সংসদ সদস্য, জেলা প‌রিষদ ও উপ‌জেলা প্রশাস‌নের মাধ্যমে প‌রিবার‌টিকে সহ‌যো‌গিতা করা হবে বলে জানান তিনি।

এএআর/