বরিশালে একটি লঞ্চের কেবিন থেকে এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তবে মৃতের পরিচয় কিংবা মৃত্যুর কারণ এখনো জানা যায় নি।
পুলিশ জানায়, রোববার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা সদরঘাট থেকে পারাবত-১১ লঞ্চে ৩৯১ নম্বর কেবিন বুক করে কামরুল নামের এক ব্যক্তি। নির্ধারিত সময়ে বরিশালের উদ্দেশ্যে ছাড়ে লঞ্চটি।
আজ ভোরে বরিশাল নদী বন্দরে লঞ্চ পৌঁছার পর সব যাত্রী নামলেও ওই নারী না নামায় কেবিনে খোঁজ নিতে যায় কয়েকজন স্টাফ। এ সময় কেবিনের দরজা খোলা অবস্থায় ওই নারীর লাশ দেখতে পান তারা।
পরে নৌ ও থানা পুলিশ এবং সিআইডি ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে বরিশাল মেডিকেলের মর্গে পাঠায়। সিসি ক্যামেরার ফুটেজ ও লঞ্চ কর্তৃপক্ষের তথ্যমতে ওই নারীর সঙ্গে এক ব্যক্তিও ছিলো। ঘটনার পর থেকে লাপাত্তা ওই ব্যক্তি।