লক্ষ্মীপুর প্রতিনিধি:
জমি সংক্রান্ত বিরোধে লক্ষ্মীপুরে দুই পক্ষের সংঘর্ষে হোসেন আহমদ নামে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন। আহতদের মধ্যে চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক ও পুলিশ সুপার। আহতদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
বৃহস্পতিবার (৪ আগস্ট) দুপুরে সদর উপজেলার দিঘলী ইউনিয়নের রমাপুর গ্রামে এ সংঘর্ষ হয়। পুলিশি হস্তক্ষেপে ইতোমধ্যে এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে।
পুলিশ ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, আবদুস সাত্তার ও ইউনুছ মিয়ার সাথে দীর্ঘদিন ধরে জমি নিয়ে বিরোধ ছিল। দুপুরে ইউনুছ মিয়ার অনুসারী সাইদুর রহমান মিলনের নেতৃত্বে ১০/১৫ জন আবদুস সাত্তারের বাড়িতে হামলা করে। এতে বাধা দেয় হোসেন আহমদসহ অন্যরা। এক পর্যায়ে হামলাকারীরা এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে হোসেন আহমদ, নাজমুল ইসলাম, কামরুল হোসেন, আমির হোসেন ও আকরাম হোসেনসহ ৫ জনকে। এতে ঘটনাস্থলেই মারা যান হোসেন। সংঘর্ষে আহতদের উদ্ধার করে স্থানীয় সদর হাসপাতালে ভর্তি করা হয়। তবে এ নিয়ে এলাকায় এখনও উত্তেজনা বিরাজ করছে।
সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. মো. আনোয়ার হোসেন জানিয়েছেন, অবস্থার অবনতি হওয়ায় চারজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের সবারই অতিরিক্ত রক্ষক্ষরণ হয়েছে বলেও জানিয়েছেন তিনি।
লক্ষ্মীপুর জেলা পুলিশ সুপার ড. এইচএম কামরুজ্জামানও একজনের মারা যাওয়ার কথা নিশ্চিত করেছেন, নিহতের লাশ মর্গে পাঠানো হয়েছে। তিনি জানিয়েছেন, আতদের প্রত্যেকের মাথায় ও শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করার হিহ্ন রয়েছে। জড়িতদের ধরতে পুলিশি অভিযান চলছে। আর কী কারণে এ ঘটনা ঘটেছে সেটিও তদন্ত করে দেখা হচ্ছে।
/এডব্লিউ