রাশিয়া-ইউক্রেন সঙ্কটের মাঝেই এবার আকাশসীমা লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগে ফের উত্তেজনা ছড়িয়েছে সামরিক জোট ন্যাটোভুক্ত দুই দেশ তুরস্ক-গ্রিসে। এ নিয়ে আলাদা বিবৃতি দিয়েছে দুই দেশই। খবর আল জাজিরার।
এথেন্সের দাবি, এজিয়ান সাগরে কয়েক দফা আকাশসীমা লঙ্ঘন করেছে তুরস্ক। একে উস্কানিমূলক কর্মকাণ্ড বলে আখ্যা দিয়েছে দেশটি। আনুষ্ঠানিকভাবে অভিযোগও জানিয়েছে সামরিক জোট ন্যাটোতে। গ্রিস বলছে, যুদ্ধবিমান দিয়ে আকাশসীমা লঙ্ঘন করে ন্যাটোর ঐক্য ক্ষুণ্ন করেছে তুরস্ক। এবং এটা এমন এক সময়ে যখন ইউক্রেনে রাশিয়ার ক্রমাগত আক্রমণের বিরুদ্ধে ন্যাটোর ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন। এ বিষয়ে এথেন্সে নিযুক্ত তুর্কি রাষ্ট্রদূতকে ডেকে প্রতিবাদও জানিয়েছে গ্রিক পররাষ্ট্র মন্ত্রণালয়।
তবে গ্রিসের অভিযোগকে ভিত্তিহীন ও মিথ্যা বলছে আঙ্কারা। দাবি, গ্রিক বিমানবাহিনীর আকাশসীমা লঙ্ঘনের পাল্টা জবাব দিয়েছে তারা। ভূমধ্যসাগরের উপকূলীয় অন্তত ৩টি এলাকায় ফ্লাইট পরিচালনা করেছে এথেন্স, অভিযোগ তুরস্কের।
আরও পড়ুন: রুশ সীমান্ত চেকপয়েন্টে ইউক্রেনের মর্টার হামলা: গভর্নর
আগে থেকেই বৈরীতার সম্পর্ক প্রতিবেশি এ দেশ দুটির। সাম্প্রতিক কর্মকাণ্ডে টানাপোড়েন আরও বাড়ার আশঙ্কা করা হচ্ছে। দুইটি দেশই ন্যাটোর সদস্য হওয়া সত্বেও সমুদ্রসীমা, আকাশসীমা ও কিছু এজিয়ান দ্বীপ নিয়ে দেশ দুইটির মধ্যে মতবিরোধ রয়েছে।
জেডআই/