Site icon Amra Moulvibazari

গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৩ অক্টোবর

গ্যাটকো দুর্নীতি মামলায় খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি ১৩ অক্টোবর

গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ১৩ অক্টোবর। তিনি ছাড়া মামলার আরো ১৭ আসামীর বিরুদ্ধেও একই অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হবে।

দুপুরে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালত নতুন এ দিন ধার্য করেন। বুধবার এ মামলায় খালেদা জিয়া সহ আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন ধার্য থাকলেও বেগম জিয়া অসুস্থ থাকায় এ দিন আদালতে হাজির হতে পারেন নি। পরে তার আইনজীবী আদালতে সময় চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।

ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকো’কে কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিংয়ের কাজ পাইয়ে দেয়ায় রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার টাকা ক্ষতির অভিযোগে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন বেগম জিয়া সহ ২৪ আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে।

এর মধ্যে ৬ আসামী মারা গেলে বেগম জিয়া সহ ১৭ আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়া হয়।

Exit mobile version