গ্যাটকো দুর্নীতি মামলায় বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আগামী ১৩ অক্টোবর। তিনি ছাড়া মামলার আরো ১৭ আসামীর বিরুদ্ধেও একই অভিযোগ গঠন শুনানি অনুষ্ঠিত হবে।
দুপুরে ঢাকার ৩ নম্বর বিশেষ জজ আদালত নতুন এ দিন ধার্য করেন। বুধবার এ মামলায় খালেদা জিয়া সহ আসামীদের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির দিন ধার্য থাকলেও বেগম জিয়া অসুস্থ থাকায় এ দিন আদালতে হাজির হতে পারেন নি। পরে তার আইনজীবী আদালতে সময় চেয়ে আবেদন করলে আদালত তা মঞ্জুর করেন।
ঠিকাদারি প্রতিষ্ঠান গ্যাটকো’কে কমলাপুর আইসিডি ও চট্টগ্রাম বন্দরের কন্টেইনার হ্যান্ডেলিংয়ের কাজ পাইয়ে দেয়ায় রাষ্ট্রের ১৪ কোটি ৫৬ লাখ ৩৭ হাজার টাকা ক্ষতির অভিযোগে ২০০৭ সালের ২ সেপ্টেম্বর দুর্নীতি দমন কমিশন বেগম জিয়া সহ ২৪ আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করে।
এর মধ্যে ৬ আসামী মারা গেলে বেগম জিয়া সহ ১৭ আসামীর বিরুদ্ধে আদালতে চার্জশিট জমা দেয়া হয়।