দুই যুগ পর হাওর এলাকায় প্রধানমন্ত্রী

0
1


প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফাইল ছবি।

দীর্ঘ প্রায় দুই যুগ পর আজ মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) কিশোরগঞ্জের মিঠামইনে গেলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তাকে বহনকারী হেলিকপ্টার সকাল সাড়ে দশটার পর হাওর এলাকায় পৌঁছে।

সরকার প্রধান সেখানে নবনির্মিত বীর মুক্তিযোদ্ধা আব্দুল হামিদ সেনানিবাস উদ্বোধন করবেন। এদিন বিকেলে অংশ নেবেন স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত জনসভায়।

এরইমধ্যে নানান জায়গা থেকে কিশোরগঞ্জের মিঠামইনে জড়ো হতে শুরু করেছেন আওয়ামী লীগের নেতাকর্মীসহ অসংখ্য সাধারণ মানুষ। আওয়ামী লীগ সভানেত্রীর জনসভা ঘিরে দলটির তৃণমূলের নেতাকর্মীদের মাঝে উৎসাহ-উদ্দীপনার কমতি নেই। রঙ-বেরঙের ব্যানার-ফেস্টুন নিয়ে জনসভাস্থলে যাচ্ছেন সাধারণ জনগণ।

এদিকে, প্রধানমন্ত্রীকে বরণ করতে গতকালই কিশোরগঞ্জ গেছেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ। হাওরের ২০ পদের মাছ দিয়ে প্রধানমন্ত্রীকে আপ্যায়নের ব্যবস্থা রাখা হয়েছে তার বাড়িতে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার যাত্রা উপলক্ষ্যে পুরো কিশোরগঞ্জ প্রস্তুত এবং অধীর অপেক্ষায় আছে বলে জানিয়েছিলেন রাষ্ট্রপতি আব্দুল হামিদ।

১৯৯৮ সালে সবশেষ কিশোরগঞ্জে গিয়েছিলেন শেখ হাসিনা। দীর্ঘ ২৫ বছর পর তার এ সফর ঘিরে হাওরজুড়ে বইছে উৎসবের আমেজ। স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা জানান, ১৯৯৮ সালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন যান, তখন হেলিকপ্টার নামার মতো উপযুক্ত জায়গা ছিল না। আর এখন উন্নয়নের চরম শিখরে হাওর এলাকা। তাই এবারের সফরে বদলে যাওয়া এক হাওর দেখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

/এমএন