‘হাওয়া’র বিরুদ্ধে নতুন অভিযোগ

0
1


ছবি: সংগৃহীত

আইন ভেঙে বন্যপ্রাণী খাঁচায় বন্দি ও হত্যার অভিযোগে আলোচনায় সদ্য মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘হাওয়া’। মেজবাউর রহমান সুমন পরিচালিত সিনেমাটির বিরুদ্ধে বন্যপ্রাণী আইন লঙ্ঘনের অভিযোগ উঠেছে।

সিনেমার একাধিক দর্শক জানান, সিনেমাটির একটি দৃশ্যে একটি পাখি হত্যা করে চিবিয়ে খেয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরী।

এদিকে পরিবেশবিদরা বলছেন, এমন দৃশ্য বন্যপ্রাণী আইনের সরাসরি লঙ্ঘন। এরই মধ্যে এ বিষয়ে তদন্ত শুরু করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট।

বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মো. ছানাউল্লা পাটওয়ারী জানান, ঘটনার সত্যতা যাচাইয়ে তদন্ত শুরু করেছেন তারা।

এ প্রসঙ্গে সিনেমাটির নির্মাতা মেজবাউর রহমান সুমন বলেন, এটা ফিকশন ঘরানার সিনেমা। বন্যপ্রাণী আইন-২০১২ লঙ্ঘন করার মতো কোনো কাজ করেননি তিনি। তিনি জানান, চঞ্চল চৌধুরী যেটা খেয়েছে, সেটা ছিল পোড়া মুরগি। যেটাকে আমরা সাধারণত বারবিকিউ বলে থাকি।

/এসএইচ