ফের চট্টগ্রামের সীতাকুণ্ডে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৮ ইউনিট

0
2


চট্টগ্রামের সীতাকুণ্ডে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি তুলার গুদামে ঘটেছে ভয়াবহ এ অগ্নিকাণ্ড। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট।

ফায়ার সার্ভিস জানায়, শনিবার (১১ মার্চ) সকাল ১১টার দিকে ছোট কুমিরা এলাকার নেমসন নামে একটি তুলার গুদামে হঠাৎ আগুন লাগে। মুহূর্তেই সে আগুন ছড়িয়ে পড়ে আশপাশে।

জানা গেছে, কুমিরা ও সীতাকুণ্ড ফায়ার সার্ভিসের ৮টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। সেখানে প্রচুর তুলা থাকায় আগুন নেভাতে বেশ বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিস কর্মীদের। তুলার পাশাপাশি সেটি কন্টেইনার ডিপো হিসেবেও ব্যবহৃত হয় বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। তবে কীভাবে এ আগুনের সূত্রপাত তা এখনও জানা যায়নি।

এসজেড/