রাশিয়ার পশ্চিমাঞ্চলের একটি সীমান্ত চেকপয়েন্টে আঘাত হেনেছে ইউক্রেনের মর্টার। অঞ্চলটির গভর্নর আলেকজান্ডার বোগোমাজের বরাতে আল জাজিরা শুক্রবার (৩০ এপ্রিল) তাদের লাইভ প্রতিবেদনে এ তথ্য জানায়।
টেলিগ্রামে বোগোমাজ বলেন, ব্রায়ানস্ক অঞ্চলের বেলায়া বেরেজকা গ্রামে ইউক্রেনের গোলাবর্ষণে বিদ্যুৎ এবং জল সরবরাহের নেটওয়ার্ক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে অবশ্য হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলেও জানান তিনি।
মস্কো জানায়, আজ দ্বিতীয়বারের মতো ইউক্রেনীয় বাহিনী রাশিয়ার মাটিতে কোনো লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে।
এর আগে, রাশিয়ার বেলগোরোদ শহরের একটি তেলের গুদামে ইউক্রেন বাহিনী হামলা চালায় বলে অভিযোগ করেছিলেন দেশটির আঞ্চলিক গভর্নর। যা ইউক্রেন সীমান্ত থেকে মাত্র ৪০ কিলোমিটার দূরে। স্থানীয় ওই গভর্নর বলেছিলেন, ইউক্রেনের উত্তর সীমান্তবর্তী শহরে দুটি হেলিকপ্টার থেকে তেলের গুদামে কয়েক দফা হামলা চালানো হয়। এর পরপরই আগুন ধরে যায় ৮টি জ্বালানি ট্যাংকে। আরও কয়েকটি ট্যাংকে আগুন ছড়িয়ে পাড়ার শঙ্কা করা হচ্ছে। এ ঘটনায় কমপক্ষে ২ জন আহত হয়েছে। নিরাপদে সরিয়ে নেয়া হয়েছে বাকিদের।
আরও পড়ুন: লগ্ন পেরিয়ে যাওয়ার পর মাতাল অবস্থায় উপস্থিত বর, অন্য আত্মীয়কে বিয়ে করলেন কনে
জেডআই/