উয়েফা চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের ফিরতি লেগে ম্যানচেস্টার সিটির বিপক্ষে মাঠে নামবে বায়ার্ন মিউনিখ। প্রথম লেগে ৩-০ গোলের জয়ে অনেকটা এগিয়ে আছে পেপ গার্দিওলার দল। অন্যদিকে, প্রত্যাবর্তনের গল্প লিখতে মুখিয়ে রয়েছে বাভারিয়ানরা।
নিজেদের ঘরের মাঠ অ্যালিয়েঞ্জ অ্যারেনা স্টেডিয়ামে ম্যানচেস্টার সিটিকে আতিথ্য জানাবে বায়ার্ন মিউনিখ। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বুধবার (১৯ এপ্রিল) দিবাগত রাত ১টায়। প্রথম লেগে ম্যানসিটির মাঠে গিয়ে বড় হারের প্রভাব পড়ে বায়ার্নের ড্রেসিং রুমে। মাঠের বিবাদের জেরে সাজঘরে সতীর্থ লেরয় সানেকে ঘুষি মেরে বসেন সাদিও মানে। এই ঘটনার পর ঘরোয়া লিগে এক ম্যাচের নিষেধাজ্ঞা কাটিয়ে ম্যানসিটি ম্যাচে একাদশে ফিরবেন সেনেগালিজ সুপারস্টার মানে। দলে নতুন কোনো ইনজুরি সমস্যা না থাকলেও সিটির বিপক্ষে প্রথম লেগের ৩-০ গোলের ধাক্কা কাটিয়ে ওঠা খুবই কঠিন হবে জার্মান ক্লাবটির জন্য।
অন্যদিকে, কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বায়ার্নকে হারিয়ে বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে ম্যানচেস্টার সিটি। সব লিগে শেষ পাঁচ ম্যাচের সবগুলোতেই জয় পেয়েছেন পেপ গার্দিওলার শিষ্যরা। এ ছাড়া বায়ার্নের বিপক্ষে সব লিগে শেষ পাঁচবারের দেখায় চারবারই জিতেছে ইংলিশ জায়ান্ট ক্লাবটি। রোদ্রি-হাল্যান্ডরাও আছেন দারুণ ছন্দে। তাই এ ম্যাচেও জয়ভিন্ন কিছু ভাবছেন না সিটিজেনরা। অসুস্থতা কাটিয়ে এই ম্যাচে স্কোয়াডে যুক্ত হয়েছেন ফিল ফোডেন।
/আরআইএম