স্প্যানিশ লা লিগায় টেবিল টপার বার্সেলোনার সাথে পয়েন্ট ব্যবধান কমানোর লক্ষ্যে আজ মাঠে নামবে রিয়াল মাদ্রিদ। প্রতিপক্ষ ১৩ নম্বরে অবস্থান করা এস্পানিওল। মাদ্রিদে বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে ম্যাচটি।
এস্পানিওলের বিপক্ষে মাঠে নামার আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে নিজেদের ঝালিয়ে নিয়েছে গ্যালাক্টিকোরা। রক্ষণের পাশাপাশি আক্রমণ ভাগেও বাড়তি নজর কোচ কার্লো আনচেলত্তির।
চলতি মৌসুমে ভালো খেললেও ঠিক সেরা ছন্দে নেই রিয়াল তারকা করিম বেনজেমা। অ্যাংকেলের চোটের কারণে থাকছেন না এই ম্যাচে। তবে, কোচের বিশ্বাস নিজের সেরা ফর্মে ফিরবেন বেনজেমা। ২৪ ম্যাচে ৫৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে গ্যালাক্টিকোরা।
ইউএইচ/