তারল্য সংকট বেড়েছে ব্যাংকিং খাতে। সংকট সামাল দিতে অনেক ব্যাংক, বাংলাদেশ ব্যাংকের পাশাপাশি ধার করছে অন্য ব্যাংক থেকেও। বেড়েছে কল মানি মার্কেটে সুদের হারও। ব্যাংকাররা বলছেন, ঈদকে কেন্দ্র করে যে সংকট তৈরি হয়েছে তা সাময়িক।
আগে থেকেই তারল্য সংকটে ভুগছে বেশ কয়েকটি ব্যাংক। ঈদকে কেন্দ্র সেই সংকট আরও বেড়েছে। ব্যাংকাররা বলছেন, ডলার কিনে ঋণপত্রের দায় পরিশোধ করতে হচ্ছে অনেক ব্যাংকের। এছাড়া আমানতের প্রবৃদ্ধিও কিছুটা কমেছে। যার কারণেই নগদ অর্থের কিছুটা সংকট চলছে। এটি সাময়িক বলে মনে করেন ব্যাংকাররা।
বাংলাদেশ ব্যাংক বলছে, ঈদে সব সময় নগদ চাহিদা কিছুটা বাড়ে। এটিএম বুথেও বেশি টাকা রাখতে হয়। যে কারণে অনেকে ব্যাংক কলমানি থেকে টাকা নিয়ে থাকে। তবে ব্যাংকিং খাতে নগদ টাকার কোনো সংকট নেই।
বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক সিরাজুল ইসলাম বলেন, যেহেতু ঈদের সময় অনেক টাকার প্রয়োজন হয়, তাই অনেকে সেই টাকা হয়তো তুলে রেখেছেন ব্যাংক থেকে। এখনও খরচ করেননি। তাই টাকার তেমন কোনো সংকট আছে বলে মনে হয় না।
কলমানি মার্কেটে সুদের হার কিছুটা বাড়লেও তা স্বাভাবিক হিসেবেই দেখছে বাংলাদেশ ব্যাংক।
এসজেড/