‘সরকার নির্ধারিত নিত্যপণ্যের দাম জানাতে ১১টি বাজারে ডিজিটাল ডিসপ্লে লাগানো হয়েছে’

0
1


সরকার নির্ধারিত নিত্যপণ্যের দাম ভোক্তাদের জানাতে প্রথমবারের মতো ১১টি বাজারে ডিজিটাল ডিসপ্লে লাগানো হয়েছে। এ কথা জানিয়েছেন ঢাকা উত্তর সিটির মেয়র আতিকুল ইসলাম।

বৃহস্পতিবার (২৩ মার্চ) দুপুরে মহাখালী কাঁচাবাজার পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি।

মেয়র বলেন, কৃষি মন্ত্রণালয় থেকে প্রতিদিন নিত্যপণ্যের দাম নির্ধারণ করে দেয়া হবে। ডিজিটাল মনিটরে সেই দাম উঠে যাবে; কমলে সেটাও ডিসপ্লেতে দেখাবে। নির্ধারিত মূল্যের বাইরে কেউ বিক্রি করলে কাউন্সিলর, ম্যাজিস্ট্রেট, সরকারি কর্মকর্তারা মনিটরিং করবেন।

তিনি বলেন, ভোক্তাদের অভিযোগ থাকলে ডিসপ্লেতে থাকা কিউ আর কোড স্ক্যান করে সেটি জানাতে পারবেন। কোনো সমস্যা হলে ডিসপ্লেতে চিফ রেভিনিউ অফিসার ও বাজার সভাপতির নাম্বার দেয়া থাকবে। ডিএনসিসির যেকোনো বাজারে কাউন্সিলররা অভিযান চালাতে পারবেন বলেও জানান তিনি।

ইউএইচ/