যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে একটি রাসায়নিক কারখানা। বুধবার (২৩ মার্চ) স্থানীয় সময় রাতে এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ অগ্নিকাণ্ডের শিকার হয়েছে একটি রাসায়নিক কারখানা। বুধবার (২৩ মার্চ) স্থানীয় সময় রাতে এ দুর্ঘটনা ঘটে। খবর রয়টার্সের।
কর্তৃপক্ষ জানায়, প্যাসাডেনা শহরের পাশে একটি প্ল্যান্টে হঠাৎ আগুন ছড়িয়ে পড়ে। বহুদূর পর্যন্ত ছড়ায় কালো ধোঁয়ার কুন্ডলী। এই সময় কারখানার পাশ দিয়ে যাওয়া একটি ট্রাকও পড়ে দুর্ঘটনার কবলে। মারাত্মক দগ্ধ হন ট্রাক চালক। খবর পেয়ে দ্রুত অভিযানে নামে ফায়ার সার্ভিস। কয়েক ঘণ্টা চেষ্টার পর নিয়ন্ত্রণে আসে আগুন।
অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে তাৎক্ষণিক কিছু জানা যায়নি। এ নিয়ে তদন্ত শুরু হয়েছে।
/এমএন