ক্রেমলিনে ড্রোন হামলা পরিকল্পনার ‘মাস্টারমাইন্ড’ যুক্তরাষ্ট্র- রাশিয়ার এ অভিযোগকে হাস্যকর আখ্যা দিয়ে তা অস্বীকার করেছে ওয়াশিংটন। খবর রয়টার্সের।
বৃহস্পতিবার (৪ মে) এ প্রসঙ্গে মন্তব্য করেন মার্কিন নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কারবি।
এক বিবৃতিতে তিনি জানান, সীমান্তের বাইরে হামলা চালাতে কিয়েভকে ইন্ধন যোগায় না ওয়াশিংটন। এমনকি এ বিষয়ে মার্কিন প্রশাসনের কাছে কোনো তথ্য নেই বলেও দাবি কারবির।
এর আগে বুধবার (৩ মে) ক্রেমলিনে রুশ প্রেসিডেন্ট পুতিনের বাসভবন টার্গেট করে দুই দফা ড্রোন হামলার দাবি করে মস্কো। এ ঘটনার পেছনে ওয়াশিংটনের যোগসাজশ রয়েছে বলে দাবি করে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। অবশ্য কিয়েভের পক্ষ থেকেও অস্বীকার করা হয়েছে এ হামলার অভিযোগ।
/এসএইচ