নয়াপল্টনে বিএনপি নেতা অধ্যাপক মান্নানের জানাজা অনুষ্ঠিত

0
0


নয়াপল্টনে বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দলের ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী ও গাজীপুর সিটির সাবেক মেয়র অধ্যাপক এম এ মান্নানের জানাজা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (২৯ এপ্রিল) সকালে এই জানাজায় অংশ নেন বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। এসময় বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এম এএ মান্নান সত্যিকারের তৃণমূলের নেতা। জনগণের নেতা। তার মৃত্যুতে গাজীপুরের রাজনীতিতে শূন্যতা সৃষ্টি হলো।

মির্জা ফখরুল বলেন, ফ্যাসিবাদের আগ্রাসনে মানুষের জীবন যখন দুর্বিষহ, তখন অধ্যাপক এম এ মান্নানের চলে যাওয়া সামগ্রিক রাজনীতিতে শূন্যতা সৃষ্টি করলো। শুধু গাজীপুরের নয়, সারাদেশের রাজনীতিতে তিনি গুরুত্বপূর্ণ ছিলেন বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

অধ্যাপক এম এ মান্নানকে তার গাজীপুর মহানগরের বাড়িতে পারিবারিক কবরস্থানে সমাহিত করা হবে। নয়াপল্টনে জানাজার পর বাদ জুমা গাজীপুর জেলা রাজবাড়ি মাঠ এবং সালনা নাসির উদ্দিন মেমোরিয়াল উচ্চ বিদ্যালয় মাঠে তার তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে মা-বাবার কবরের পাশে তাকে দাফন করা হবে।

/এডব্লিউ