নিয়ন্ত্রণের বাইরে জাপোরিঝিয়া নিউক্লিয়ার প্ল্যান্ট: আইএইএ

0
1


সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণের বাইরে জাপোরিঝিয়া, চেরনোবিল ট্র্যাজেডির মতো ঘটনার পুনরাবৃত্তির আশঙ্কা।

রুশ নিয়ন্ত্রণে থাকা ইউক্রেনীয় পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র জাপোরিজিয়া সম্পূর্ণভাবে নিয়ন্ত্রণের বাইরে বলে জানিয়েছেন জাতিসংঘের পারমাণবিক সংস্থা (আইএইএ) এর প্রধান রাফায়েল গ্রসি। জাপোরিঝিয়া ইউরোপের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, যার অবস্থান বিপজ্জনকভাবে যুদ্ধ এলাকার কাছাকাছি। গত ফেব্রুয়ারিতে ইউক্রেন আক্রমণের পর ইউক্রেনের ১৫টি পারমাণবিক চুল্লির মধ্যে বৃহত্তম জাপোরিঝিয়া বিদ্যুৎ প্ল্যান্টটি দখলে নেয় রুশ সেনারা। খবর এপি’র।

মঙ্গলবার (৩ আগস্ট) আইএইএ’র প্রধান রাফায়েল গ্রসির বরাতে বার্তা সংস্থা এপি জানিয়েছে, জরুরিভিত্তিতে জাপোরিঝিয়া নিউক্লিয়ার প্ল্যান্টের মেরামত করা প্রয়োজন। আমাদের কাছে এমন সব ঘটনার বিবরণ আছে, যা কখনই কোনো পারমাণবিক স্থাপনায় হওয়া উচিত না।

আইএইএ’র মহাপরিচালক রাফায়েল গ্রসি বলেন, জাপোরিঝিয়া প্ল্যান্টের পরিস্থিতি প্রতিদিনই ক্রমশ বিপজ্জনক হয়ে উঠছে। প্ল্যান্টে পারমাণবিক নিরাপত্তার প্রতিটি নীতি লঙ্ঘন করা হয়েছে বলে অভিযোগ তার।

গ্রসির আশঙ্কা, দ্রুত পদক্ষেপ না নিলে জাপোরিঝিয়া প্ল্যান্টেও ১৯৮৬ সালের চেরনোবিল দুর্ঘটনার মতো আরেকটি জরুরি অবস্থা তৈরি হবে, যা বিশ্বের সবচেয়ে খারাপ পারমাণবিক বিপর্যয়গুলোর অন্যতম।

সম্প্রতি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন অভিযোগ করে বলেন, গত মার্চে ইউক্রেনীয় বাহিনীর ওপর হামলা চালাতে জাপোরিঝিয়া নিউক্লিয়ার প্ল্যান্টটিকে সামরিক ঘাঁটি হিসেবে ব্যবহার করেছিল রুশ সেনাবাহিনী।

ইউক্রেন কর্তৃপক্ষের অভিযোগ, নিপ্রো নদীর ধারে অবস্থিত ওই নিউক্লিয়ার প্ল্যান্টের প্রাঙ্গণে রুশ সেনারা অবস্থান করছে এবং সেখানে অস্ত্র-সরঞ্জাম সংরক্ষণ করছে।

/এসএইচ