ফের সশস্ত্র গোষ্ঠীর সাথে মিয়ানমার জান্তার সংঘর্ষ, সেনা সদস্যসহ নিহত অন্তত ১৮

0
5


মিয়ানমারের সামরিক বাহিনীর সাথে বিদ্রোহীদের আবারও সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে গত তিনদিনে ১৬ জান্তা সেনা সদস্যসহ অন্তত ১৮ জন নিহত হয়েছেন। খবর দ্য ইরাবতীর।

মিয়ানমারের গণমাধ্যম জানায়, সামরিক বাহিনীর সাথে পিপলস ডিফেন্স ফোর্সেসের (পিডিএফ) মধ্যে এই সংঘর্ষ হয়। গত সপ্তাহের শুরু থেকেই বিদ্রোহীদের অবস্থান লক্ষ্য করে অভিযান জোরদার করে জান্তা সেনারা। কয়েকটি রাজ্যের অন্তত ১০টি গ্রামে চলে সামরিক বাহিনীর তাণ্ডব। পুড়িয়ে দেয়া হয় শতাধিক ঘরবাড়ি। কোচিন, কারেন ও সাগাইং রাজ্যেও চলে এই বর্বরতা।

এই ঘটনার পরই এলাকা ছেড়ে পালিয়ে যায় কয়েক হাজার মানুষ। এরপরই নিরাপত্তা বাহিনীর কয়েকটি সেনা চৌকিতে পাল্টা হামলা চালায় সশস্ত্র গোষ্ঠী পিডিএফ। জান্তা বাহিনীর কয়েকটি সেনা চৌকিতে মর্টার ও ড্রোন হামলাও চালানো হয়েছে।

এসজেড/