আইপিএল থেকে ছিটকে গেলেন রাহুল, টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনাল নিয়েও শঙ্কা

0
0


ছবি: সংগৃহীত

হ্যামস্ট্রিং-র চোটের জন্য চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) আসর থেকে ছিটকে গেলেন লখনৌ সুপার জায়ান্টের অধিনায়ক লোকেশ রাহুল। এমনকি জুনে অনুষ্ঠিত আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল থেকেও ছিটকে যেতে পারেন ভারতীয় দলের এই অভিজ্ঞ ব্যাটার। খবর ক্রিকবাজের।

এরই মধ্যে রাহুলের নিজেদের তত্ত্বাবধানে নিয়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। তারাই রাহুলের চোটের অবস্থা পর্যবেক্ষণ করবে। এরই মধ্যে আইপিএলের দল লক্ষ্ণৌ সুপার জায়ান্টের ক্যাম্প ছেড়েছেন এই টপ অর্ডার ব্যাটার।

লখনৌ সুপার জায়ান্ট এরই মধ্যে স্পিন অলরাউন্ডার ক্রুনাল পান্ডিয়াকে অধিনায়ক ঘোষণা করেছে। তবে রাহুলের বিকল্প হিসেবে দলটি কাউকে নেবে কিনা তা এখনও ম্যানেজমেন্ট নিশ্চিত করেনি।

সোমবার ( ১ মে) রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় উরুতে চোট লাগে রাহুলের। চোটের তীব্রতায় মাঠেই শুয়ে পড়েন তিনি। তাকে ধরে-ধরে মাঠ থেকে বের করা হয়, লখনৌর হয়ে ইনিংস উদ্বোধন করতে আসাও হয়নি তার।

/আরআইএম