ওএসডি করা হলো কালিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তাকে

0
2


সাতক্ষীরা প্রতিনিধি:

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা শেখ তৈয়েবুর রহমানকে ওএসডি করা হয়েছে।

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গত ১৩ বছর একটানা চাকরি করছিলেন তিনি। গড়ে তুলেছিলেন দুর্নীতির সিন্ডিকেট। এ নিয়ে মঙ্গলবার (১৮ এপ্রিল) প্রতিবেদন প্রচার করে যমুনা টেলিভিশন।

রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আলমগীর কবির তাকে ওএসডির প্রজ্ঞাপন জারি করেন।

ওএসডির পর আজই স্বাস্থ্য অধিদফতরে রিপোর্ট করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শেখ তৈয়েবুর রহমান।

এর আগে, বিভাগীয় মামলা হওয়ায় গত ১১ এপ্রিল সরেজমিন তদন্ত করেন অধিদফতরের সহকারী পরিচালক ডা. মোহাম্মদ খালেদুর রহমান মিয়া। সেখানে স্বাস্থ্য কর্মকর্তার দুর্নীতির চিত্র তুলে ধরে লিখিত ও মোখিক বক্তব্য দেন বিভিন্ন শ্রেণি পেশার মানুষ।

/এনএএস