চট্টগ্রামে ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে মেজর সিনহা হত্যা মামলার প্রধান আসামী পরিদর্শক লিয়াকত এবং অপর দুই পুলিশ সদস্য সহ ৭ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন এক ব্যবসায়ী।
এদিকে কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে প্রবাসী মাহমুদুল নিহতের ঘটনায় বরখাস্ত ওসি প্রদীপ সহ ২৩ জনের বিরুদ্ধে আদালতে এজহার দায়ের করা হয়েছে।
বুধবার সকালে চট্টগ্রাম মহানগর আদালতে ক্রসফায়ারের ভয় দেখিয়ে চাঁদাবাজির অভিযোগে এসআই লিয়াকত সহ আরো ৭ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা করেন ব্যবসায়ী জসিম উদ্দিন।
সিনহা হত্যা মামলার প্রধান আসামী পরিদর্শক লিয়াকত ছাড়াও মামলার অপর আসামীরা হলেন, সাতকানিয়া থানার এসআই নজরুল, দাউদকান্দি থানার এসআই হান্নান, জিয়াউর রহমান, বিষ্ণুপদ পালিত, কাজল কান্তি বৈদ্য ও এস এম শাহাবুদ্দিন।
মামলার বাদী জানান, ২০১৪ সালের ১৪ই জুন তাকে গোয়েন্দা কার্যালয়ে নিয়ে যান লিয়াকত। ক্রসফায়ারের ভয় দেখিয়ে তার কাছে পাঁচ লাখ টাকা দাবি করা হয়। আড়াই লাখ টাকা দেয়ার পরও একটি চাঁদাবাজির মামলায় আদালতে চালান দেয়া হয় তাকে।
আদালত মামলাটি আমলে নিয়ে গোয়েন্দা পুলিশের উপ-কমিশনারকে তদন্তের নির্দেশ দেন।
এদিকে কক্সবাজারের টেকনাফে বন্দুকযুদ্ধে প্রবাসী মাহমুদুল হক নিহতের ঘটনাকে পরিকল্পিত হত্যা দাবি করে বরখাস্ত ওসি প্রদীপ সহ ২৩ জনের বিরুদ্ধে আদালতে এজহার দায়ের করা হয়েছে।
এজহারে বলা হয়েছে সৌদি আরব থেকে দেশে ফেরার পর পুলিশ মাহমুদুলের কাছে দশ লাখ টাকা চাদা দাবি করে। টাকা না দেয়ায় ২০১৯ সালের ২৮শে মার্চ তাকে ধরে নিয়ে ৩১শে মার্চ ক্রসফায়ারে হত্যা করা হয়।
বুধবার দুপুরে কক্সবাজারের জেষ্ঠ্য বিচারিক হাকিম হেলাল উদ্দিনের আদালত এজহারটি তদন্ত করে ৭ই সেপ্টেম্বরের মধ্যে প্রতিবেদন দিতে টেকনাফ থানাকে নির্দেশ দেয়।
আরো পড়ুনঃ
- ২ হাজার কোটি টাকা পাচারের মামলায় স্বীকারুক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ফরিদপুর ছাত্রলীগ সভাপতি নিশান
- ফেসবুক স্ট্যাটাস নিয়ে আওয়ামী লীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
- সহপাঠীর ঘুষির আঘাতে প্রাণ গেল স্কুলছাত্রের
- ৩০ হাজার টাকা বেতনের অফিস সহকারি হলেও চড়তেন দামি ব্র্যান্ডের গাড়িতে
- কোমায় নয় কিম জং উন! আবারও জনসমক্ষে আসলেন;
Our Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari