আজ ময়মনসিংহ যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জেলা ও মহানগর আওয়ামী লীগের জনসভায় ভাষণ দিবেন তিনি। জনসভা ঘিরে সাধারণ মানুষের মাঝেও ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা গেছে।
ব্রহ্মপুত্র নদের তীরে সার্কিট হাউজ মাঠে আওয়ামী লীগ আয়োজিত জনসভায় বক্তব্য দিবেন প্রধানমন্ত্রী। ১০৩টি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন তিনি। প্রধানমন্ত্রীর আগমন ঘিরে উৎসব আমেজ ময়মনসিংহজুড়ে। নেতাকর্মীদের ব্যানার-ফেস্টুন-বিলবোর্ডে ছেয়ে গেছে নগরীর প্রধান সড়ক ও অলিগলি।
জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা বলছেন, স্মরণকালের সবচেয়ে বড় জনসমাগম হবে এই জনসভায়। সার্কিট হাউস মাঠের জনসভায় ১২ লাখের বেশি জনসমাগম ঘটবে বলে আশা নেতাদের। মাঠ ও মঞ্চ তৈরিসহ সব ধরনের প্রস্তুতি গ্রহণ শেষ হয়েছে। জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। প্রধানমন্ত্রীর সফর উপলক্ষে ময়মনসিংহ থেকে আশপাশের জেলায় ৮টি রুটে স্পেশাল ট্রেন চলবে।
এটিএম/