পেট্রাপোল বন্দরে ৩ ট্রাকে আগুন, ভস্মীভূত ট্রাকসহ পণ্য চালান

0
0


বেনাপোল প্রতিনিধি:

বেনাপোল বন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরে তিনটি ব্লিচিং পাউডার ও তুলার ট্রাকে আগুন লেগে ভস্মীভূত হয়েছে ট্রাক সহ ৩টি পণ্য চালান। আগুনে পুড়ে যাওয়া পণ্যবোঝাই ট্রাক গুলো বাংলাদেশে রফতানির অপেক্ষায় দাঁড়িয়ে ছিল।

শনিবার (১৮ জুন) ভোরে বেনাপোল বন্দরের বিপরীতে ভারতের পেট্রাপোল বন্দরে এ ঘটনা ঘটে। এ সময় টার্মিনালে থাকা অন্যান্য পণ্যবাহী ট্রাক তাৎক্ষনিক সরিয়ে ফেলা হয়।

ভারতের পেট্রাপোল বন্দরের স্টাফ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, শনিবার ভোর রাতে পেট্রাপোল সেন্ট্রাল টার্মিনালে থাকা ব্লিচিং পাউডারের একটি ট্রাকে বৃষ্টির পানি পড়ে আগুন ধরে যায়। ট্রাকে ড্রাইভার না থাকায় ট্রাকটি আগুনে পুড়ে যায়। ট্রাকের পাশে থাকা আরও দুটি তুলার ট্রাক আগুনে পুড়ে ভস্মীভূত হয়। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে দু’ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নেভাতে সক্ষম হন।

তিনি আরও বলেন, বন্দর এখন স্বাভাবিক আছে। গতমাসে বেনাপোল বন্দরে একইভাবে ব্লিচিং পাউডার বোঝাই ৫টি ট্রাকে আগুন ধরে ভস্মীভূত হয়েছিল। ব্লিচিং পাউডারের চালানগুলো যদি খোলা ট্রাকে না এনে কাভারডভ্যানে আনা হতো তবে দুর্ঘটনা থেকে রক্ষা পাওয়া যেত।

বেনাপোল বন্দরের উপ-পরিচালক মামুন কবির তরফদার জানান, রাতে বেনাপোল বন্দরের ওপারে ভারতের পেট্রাপোল বন্দরে আমাদের আমদানিকৃত পণ্যবাহী ট্রাকে আগুন লাগার ঘটনা জানতে পেরেছি। ওখানে তিনটি পণ্যবাহী ট্রাকে আগুন ধরে ভস্মিভূত হয়েছে। ওসব ট্রাকে আমাদের দেশের আমদানিকারকদের পণ্য ছিল। তবে স্বাভাবিক গতিতে চলছে বেনাপোল বন্দরের কার্যক্রম।

এটিএম/