মার্কিন ড্রোন ভূপাতিত করা দুই পাইলটকে পুরস্কৃত করলো রাশিয়া

0
1


কৃষ্ণ সাগরে মার্কিন নজরদারি ড্রোন ভূপাতিত করার বীরত্বের জন্য দুই পাইলটকে পুরস্কৃত করলো রাশিয়া। খরব বার্তা সংস্থা রয়টার্সের।

বুধবার (২২ মার্চ) তাদের সম্মানজনক ব্যাজ পরিয়ে দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী সের্গেই শোইগু। রাজধানী মস্কোয় হয় এই পদক প্রদান অনুষ্ঠান।

গত মঙ্গলবার (১৪ মার্চ) দুটি ফাইটার জেট নিয়ে ভ্যাসিলি লাভিলভ ও সের্গেই পপভ তাড়া করে মার্কিন ড্রোনকে। রাশিয়ার অভিযোগ ছিল- ট্র্যাকিং ডিভাইস বন্ধ রেখে কৃষ্ণ সাগরের ওপর গুপ্তচরবৃত্তি করছিল মনুষ্যবিহীন ‘MQ- 9’ রিপার ড্রোন। সেটি বুঝতে পেরে দুটি সুখয় টোয়েন্টি সেভেন ফাইটার জেট পিছু নেয়। বারবারই পাঠানো হয় সতর্কবার্তা। দূর থেকে ড্রোনের ওপর ছড়ানো হয় ফুয়েল। ধ্বংসের পর একপর্যায়ে সাগরে ভূপাতিত হয় ড্রোনটি।

এদিকে, এই ঘটনায় ব্যাপক ক্ষোভ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। তারা জানায়, আন্তর্জাতিক সমুদ্রসীমায় ড্রোন ওড়ানোর এখতিয়ার রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের।

ইউএইচ/