Site icon Amra Moulvibazari

বেইজিংয়ে হাসপাতালে অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২১

বেইজিংয়ে হাসপাতালে অগ্নিকাণ্ড, নিহত অন্তত ২১


ইন্টারনেট থেকে সংগৃহীত ছবি।

চীনের রাজধানী বেইজিংয়ের চাংফেং নামের একটি হাসপাতালে সৃষ্ট অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। তবে এ ঘটনায় কতজন আহত হয়েছেন বা তাদের এখন কী অবস্থা সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। খবর সিএনএনের।

মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে নিশ্চিত করেছে বেইজিংয়ের ইমার্জেন্সি রেসপন্স টিম। কীভাবে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা অনুসন্ধানের চেষ্টা চলছে বলেও জানিয়েছে তারা।

জানা গেছে, প্রায় আধঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে এ আগুন। তবে হাসপাতালে উদ্ধার তৎপরতা শেষ করতে সময় লেগে যায় আরও দুই ঘণ্টা। এ সময় হাসপাতাল থেকে ৭১ রোগীকে অন্য জায়গায় সরিয়ে নেয়া হয় বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি। 

/এসএইচ



Exit mobile version