চীনের রাজধানী বেইজিংয়ের চাংফেং নামের একটি হাসপাতালে সৃষ্ট অগ্নিকাণ্ডে অন্তত ২১ জন নিহত হয়েছেন। তবে এ ঘটনায় কতজন আহত হয়েছেন বা তাদের এখন কী অবস্থা সে সম্পর্কে বিস্তারিত কিছু জানায়নি কর্তৃপক্ষ। খবর সিএনএনের।
মঙ্গলবার (১৮ এপ্রিল) দুপুর আনুমানিক ১টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে বলে নিশ্চিত করেছে বেইজিংয়ের ইমার্জেন্সি রেসপন্স টিম। কীভাবে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে তা অনুসন্ধানের চেষ্টা চলছে বলেও জানিয়েছে তারা।
জানা গেছে, প্রায় আধঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে এ আগুন। তবে হাসপাতালে উদ্ধার তৎপরতা শেষ করতে সময় লেগে যায় আরও দুই ঘণ্টা। এ সময় হাসপাতাল থেকে ৭১ রোগীকে অন্য জায়গায় সরিয়ে নেয়া হয় বলে জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিসিটিভি।
/এসএইচ