শ্রীলঙ্কার ইতিহাসে ভয়াবহ ডলার সংকটে বন্ধ হয়ে গেছে খাবার, ওষুধ ও জ্বালানির মতো নিত্যপণ্য আমদানি। এবার ব্যাপক জ্বালানি সংকটের জন্য দুই সপ্তাহের জন্য সরকারি অফিস ও স্কুল বন্ধ ঘোষণা করেছে আর্থিক দুর্দশাগ্রস্ত শ্রীলঙ্কার সরকার।
এছাড়া পেট্রল ও ডিজেল সংকটের কারণে সব সরকারি প্রতিষ্ঠান ও স্থানীয় কর্তৃপক্ষকে সোমবার (২০ জুন) থেকে সীমিত পরিসরে যান চলাচলের নির্দেশনা দিয়েছে দেশটির জনপ্রশাসন মন্ত্রণালয়।
এএফপির এক প্রতিবেদনে বলা হয়, জ্বালানি আমদানির মূল্য পরিশোধের মতো ডলার নেই শ্রীলংকার কাছে। তাই গণপরিবহন চলাচল প্রায় বন্ধ। এমন পরিস্থিতিতে শুক্রবার এ ঘোষণা দিয়েছে সরকার।
মন্ত্রণালয়ের নির্দেশে বলা হয়েছে, গণপরিবহনের ঘাটতির পাশাপাশি ব্যক্তিগত যানবাহনে জ্বালানির ব্যবস্থা করতে না পারায় অফিসে কর্মীসংখ্যা ব্যাপকভাবে হ্রাস করার সিদ্ধান্ত হয়েছে।
এতে আরও বলা হয়েছে, আগামী সোমবার থেকে দুই সপ্তাহের জন্য স্কুল বন্ধ থাকবে। বিদ্যুতের ব্যবস্থা থাকলে অনলাইনে ক্লাস নেয়ার কথা বলেছে মন্ত্রণালয়।