Site icon Amra Moulvibazari

ঘূর্ণিঝড় ‘দানা’র বাংলাদেশে আঘাতের আশঙ্কা নেই

ঘূর্ণিঝড় ‘দানা’র বাংলাদেশে আঘাতের আশঙ্কা নেই


 

ঘূর্ণিঝড় ‘দানা’ বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা নেই। দানার প্রভাবে ঝড়ো হাওয়ায় পটুয়াখালী জেলায় কলাপাড়া উপজেলার লতা চাপালি ইউনিয়নে চার-পাঁচটি বসতঘর ভেঙে পড়েছে।

দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।

আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে বলা হয়, উপকূলবর্তী জেলার প্রশাসকরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘দানা’এর প্রভাব থেকে তারা সার্বিকভাবে নিরাপদে রয়েছেন। ঘূর্ণিঝড়টি বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা নেই।

এমইউ/জেএইচ

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।
Exit mobile version