ঘূর্ণিঝড় ‘দানা’ বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা নেই। দানার প্রভাবে ঝড়ো হাওয়ায় পটুয়াখালী জেলায় কলাপাড়া উপজেলার লতা চাপালি ইউনিয়নে চার-পাঁচটি বসতঘর ভেঙে পড়েছে।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব কামরুল হাসানের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে প্রধান উপদেষ্টার কার্যালয়।
আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে বলা হয়, উপকূলবর্তী জেলার প্রশাসকরা জানিয়েছেন, ঘূর্ণিঝড় ‘দানা’এর প্রভাব থেকে তারা সার্বিকভাবে নিরাপদে রয়েছেন। ঘূর্ণিঝড়টি বাংলাদেশে আঘাত হানার আশঙ্কা নেই।
এমইউ/জেএইচ
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।