করোনার কারণে এবছর প্রাথমিক শিক্ষা সমাপনী-পিইসি ও ইবতেদায়ি পরীক্ষা হচ্ছে না। নিজ নিজ বিদ্যালয়ে শিক্ষার্থীদের মূল্যায়নের নির্দেশ দেয়া হয়েছে।
বিকেলে প্রধানমন্ত্রীর দপ্তর থেকে পিইসি সমমান পরীক্ষা না নেয়ার সিদ্ধান্তের কথা জানানো হয়। পরে সচিবালয়ে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জাকির হোসাইন বলেন পরীক্ষার ভিত্তিতে যে বৃত্তি দেয়া হয় সেটাও দেয়া হবে না এবার। তবে উপবৃত্তি চালু থাকবে।
আগামী বৃহস্পতিবার স্কুল খোলা না খোলার বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। যদি সেপ্টেম্বরের মধ্যে স্কুল খুলে তবে নিজ নি স্কুল শিক্ষার্থীদের মূল্যায়ন কৌশল ঠিক করবে। সেই সাথে পাঠদানের সময় কিংবা শিক্ষার্থীদের স্বাস্থ্যবিধি মেনে সবকিছু ঠিক রেখে শিক্ষার্থীদের উপস্থিতির বিষয়েও সিদ্ধান্ত নেবে স্কুলগুলো।
স্কুল খোলার সিদ্ধান্ত পিছিয়ে গেলে শিক্ষার্থীদের মূল্যায়ন অন্যভাবে করার চিন্তা করছে মন্ত্রণালয়। এই বছর প্রাথমিক শিক্ষা সমাপনি-পিইসি ও ইবতেদায়ি পরীক্ষায় প্রায় ২৯ লাখ পরীক্ষার্থীর অংশ নেয়ার কথা ছিল।
আরো পড়ুনঃ রোহিঙ্গা প্রত্যাবাসন না হওয়ায় মিয়ানমারকেই দুষছে হিউম্যান রাইটস ওয়াচ
Our Facebook Page : আমরা মৌলভীবাজারি – Amra Moulvibazari