স্বাস্থ্য পরীক্ষা শেষে বাড়ির পথে খালেদা জিয়া

0
1


ফাইল ছবি।

রাজধানীর এভারকেয়ার হাসপাতাল থেকে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা শেষে বাড়ির উদ্দেশে রওনা দিয়েছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার (২৭ ফেব্রুয়ারি) সন্ধ্যা ৭টা ২০ মিনিটের দিকে হাসপাতাল থেকে বের হন তিনি। এর আগে, বিকেল ৫টা ৩০ মিনিটে তিনি বসুন্ধরায় এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।

খালেদা জিয়ার হাসপাতালে যাওয়ার খবর শুনে হাসপাতালের সামনে আগে থেকেই ভিড় করেন বহু নেতাকর্মী। হাসপাতালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কড়া নজরদারি ও তৎপরতাও ছিল চোখে পড়ার মতো।

এর আগে গত বছর ২২ আগস্ট এভার কেয়ার হাসপাতালে গিয়ে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করান বিএনপির চেয়ারপারসন। এছাড়া তার ব্যক্তিগত চিকিৎসকরা নিয়মিত বাড়িতে গিয়ে তার চিকিৎসা করেন।

এসজেড/