রক্তের বদলে রক্ত নেয়ার হুঁশিয়ারি হামাসের

0
3


ইসরায়েলি বাহিনীকে রক্তের বদলে রক্ত, হত্যার বদলে হত্যার হুঁশিয়ারি দিয়েছে হামাস। শুক্রবার (১০ মার্চ) গাজায় অনুষ্ঠিত বিক্ষোভ কর্মসূচিতে উচ্চারিত হয় এ বার্তা। খবর এপির।

দখলকৃত পশ্চিম তীরে ইহুদি বাহিনীর অভিযানের প্রতিবাদে র‍্যালিতে অংশ নেন স্বাধীনতাকামী সংগঠন হামাসের সমর্থকরা। পশ্চিম তীর ও জেরুজালেমে ইসরায়েলের ক্রমাগত আগ্রাসন বন্ধের দাবি জানান বিক্ষোভকারীরা। নয়তো ইহুদি বাহিনীকে উপযুক্ত জবাবের হুঁশিয়ারি দেয় তারা। অস্ত্র হাতে মুখে মাস্ক পরে র‍্যালিতে যোগ দেন হামাস যোদ্ধারা।

শুক্রবার ইসরায়েলের গুলিতে নিহত তরুণ হামাস যোদ্ধা বলে দাবি করা হয়। মোয়াতাজ খাজা নামের ফিলিস্তিনির বয়স ২৩ বছর। তার বিরুদ্ধে তিন ইসরায়েলির ওপর হামলার অভিযোগ করেছিল তেল আবিব। চলতি বছর ইহুদি বাহিনীর আগ্রাসনে কমপক্ষে ৭৫ ফিলিস্তিনির মৃত্যু হয়েছে। ক্ষুব্ধ ফিলিস্তিনিদের হামলায় প্রাণ গেছে ১৪ ইসরায়েলির।

এটিএম/