গরু চুরির অপবাদে মা-মেয়েকে রশি দিয়ে বেঁধে নির্যাতন

0
4
নির্যাতন

কক্সবাজারের চকরিয়ায় গরু চুরির অপবাদে মা-মেয়েকে নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় হারবাং ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে। আজ আদালতের মাধ্যমে অভিযুক্ত মা-মেয়েকে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায় বাছুর চুরি করে পালানোর সময় পাঁচজন ধরা পড়েছে এমন খবর জানায় স্থানীয় হারবাং ইউনিয়ন পরিষদ। পুলিশ আসার আগেই মা-মেয়েকে নির্যাতন করে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও তার সহযোগী। পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দেয়।

গরুর মালিকানা দাবি করা ব্যক্তি মামলা করে পাঁচজনকে আটক করে কারাগারে পাঠানো হয়। স্থানীয়রা জানান ইউন ইয়ন পরিষদের চেয়ারম্যান মিরানুল ইসলাম শালিশের নামে মা-মেয়ে সহ পাঁচজনকে বেঁধে রাখে। মারধোরও করা হয় তাদের। সাথে তাদের উপর চড়াও হয় উশৃংখল কয়েকজন স্থানীয়। এসব বিষয়ে জানার চেষ্ঠা করলে চেয়ারম্যান কথা বলতে রাজি হননি।

স্থানীয়দের মধ্যে অনেকে বলছেন গরু চুরির অপবাদ দেয়া বৃদ্ধার মেয়েকে বিয়ে করতে না পারায় পরিকল্পিত ভাবে তাদের অপবাদ দিয়ে নির্যাতন করা হয়েছে। এই ঘটনার কিছু ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে এর তীব্র নিন্দা জানান অধিকাংশ মানুষ। সেই সাথে ইউনিয়ন চেয়ারম্যানকেও বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে অনেকে।