বালু ঝড়ের কবলে চীনের রাজধানী

0
2


বালুঝড়ের কবলে চীনের রাজধানী বেইজিং। ঝড়ের পর রাস্তা বাড়িঘরের ওপর ধুলার পুরু স্তর জমে থাকতে দেখা যায়। বেড়ে যায় বাতাসে দূষণের মাত্রা। খবর এপির।

দেশটির পরিবেশ মন্ত্রণালয় জানায়, শুক্রবার (১০ মার্চ) বেইজিংর এর বাতাসে ক্ষতিকর কণা, পি এম টু পয়েন্ট ফাইভ এর মাত্রা বিপদজনক স্তরে নেমে বায়ুমণ্ডলে ধুলোর মাত্রাও আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। বায়ু দূষণে শ্বাস নেয়াই দুষ্কর হয়ে পড়েছে। অপ্রয়োজনে বাইরে চলাচল না করার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

শহরটির বেশিরভাগ অঞ্চলই ছিল এমন ঘন ধুলোর ধোঁয়ায় আচ্ছন্ন। গোবি মরুভূমির কাছাকাছি হওয়ায় বছরের এই সময়টাতে কয়েকদফা ধূলিঝড়ের সম্মুখীন হয় চীনের বেশ কিছু অঞ্চল।

এটিএম/